বুধবার, ২৪ মে, ২০১৭

সরকারের ইতিমধ্যেই অনেক উন্নয়নের সফলতা দেখিয়েছে এবং বড় দুইটা প্রকল্প পদ্মা সেতু ও রামপাল বিদ্যুৎ প্রকল্প সম্পাদন করলে ২০২১ সাল কেনো? আজীবনেও কেউ এই সরকারকে নামাতে পারবে না বলে মনে করেন আসমানি ঝুমুর।


যুব মহিলা লীগের কনিষ্ঠ ও বলিষ্ঠ নেত্রী আসমানি ঝুমুর।
সে চট্টগ্রাম ৩৯ নং ওয়ার্ডের আহবায়িকা হিসেবে আছে।
শুধু রাজনীতির মধ্যেই তার কার্যক্রম সীমাবদ্ধ নয়।
একই সাথে সমাজ সেবা মূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে সে।
মহিলারা রাজনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে।
তাই সে বিভিন্ন ঘরোয়া মিটিং ও খোলা জায়গায় আলোচনা করে মেয়েদের বুঝান ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন মূকল কর্মকাণ্ড তুলে ধরেন।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার দেশকে এতো সুন্দর ভাবে পরিচালনা করেনি ও দেশে এতো উন্নয়নের বীজ বোনাতে পারেনি।যা বর্তমান সরকার করেই চলেছে।
ঘরোয়া ও খোলা ময়দানে আলোচনা সভার একাংশ 
সরকারের ইতিমধ্যেই অনেক উন্নয়নের সফলতা দেখিয়েছে এবং বড় দুইটা প্রকল্প পদ্মা সেতু ও রামপাল বিদ্যুৎ প্রকল্প সম্পাদন করলে ২০২১ সাল কেনো? আজীবনেও কেউ এই সরকারকে নামাতে পারবে না বলে মনে করেন আসমানি ঝুমুর।
তার নিজের কথা বলতে গিয়ে আসমানি ঝুমুর বলেনঃ
"আমি অত্যান্ত সাধারণ মনের একজন মানুষ।
বাস্তবকে ভালবাসি নিবিড় ভাবে ।জগৎ সংসারকে নিয়ে ভাবতে ও ভালোলাগে। আরও ভালোলাগে সকলের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে।ভালোলাগে নিজের সমাজ বাঙালী সংস্কৃতিকে বুকে জড়িয়ে রাখতে।
ভালোবাসি মা, মাটি, দেশকে ।এজন্যই আমি বিশ্বাস করি
"দেশ আমাকে কি দিলো না ভাবিয়া আমি দেশকে কি দিলাম তাহা ভাবিতে হইবে"
বিশেষ বিশেষ দিবসের রাজপথের সংগ্রামের একাংশ       
তার স্বপ্ন আগামীতে মহিলা কাউন্সিলর হিসেবে দাড়াঁবার। কারন অসহায় নির্যাতিত নারীদের সহযোগিতা করাই তার মূল লক্ষ।
কারণ অনেক নারীই আজ নির্যাতিত নীপিড়িত ও বঞ্চিত।এছাড়াও হচ্ছে অনেক স্কুল কলেজের ছাত্রী ইফটিজিং এর স্বীকার।কিছু বখাটে ছেলেদের কারনে নারীরা ঠিকমতো রাস্তা ঘাটেও চলাফেরা করতে পারছে না।
আর্ত মানবতার সেবায় অনুদান দেওয়ার একাংশ 
এগুলো নিয়ে উপরোক্ত মহলেও অভিযোগ দিয়েও কোন আশাহতও ফল পাওয়া যায়নি।
তাই সে নিজ দ্বায়িত্বে এসব নির্মুল করার পদক্ষেপ নিতে চাইছে।যদিও তার পথ চলা কঠিন হবে।
তবুও সে এই সকল কাজে পিছিয়ে থাকতে নারাজ।
তার মত এমন উদ্দ্যেগ যদি প্রতি মহল্লায় মহল্লায় হতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আরোও সুন্দর ভাবে দ্রুত সমৃদ্ধশীল দেশ হিসেবে এগিয়ে যেতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামপুরে বন্যার্তদের পাশে এবারও “আমরা ক’জন ফেইসবুক বন্ধু” এর সদস্যরা

জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ফেইসবুক ভিত্তিক সংগঠন, আমরা কজন ফেইসবুক বন্ধু। সারা দেশের বন্যা পরিস্থিতির...