মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

"মোরা"র ভয়ে বিড়ালের কোলে হাঁসের বাচ্চা লুকিয়েছে।


গ্রামে একটি কথা প্রচলিত আছে যে বিপদে পড়লে বাঘ ও হরিণে এক ঘাটে জল পান করে। এমনি একটি ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
তবে বাঘ ও হরিণের বদলে এখানে আছে একটি বেড়াল ও হাঁসের বাচ্চা। 
 
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরা আঘাত করার পরই ছবিটি বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে দেখা যাচ্ছে।
 
তবে জানা গেছে ছবিটি ঘূর্ণিঝড় মোরার সময়কার কোথায় তোলা কিনা এটি নিশ্চিত নয়।
 
ছবিতে দেখা যায়, হালকা হলুদ রংয়ের হাঁসের বাচ্চাটি পরম যত্নে আগলে রেখেছে বেড়াল। যেন বেড়ালটি হাঁসের বাচ্চাটির জন্য পরম নির্ভরতার আশ্রয়।
 
ফেসবুকে ছবিটি শেয়ার করে রেজওয়ানা নুপুর নামে এক নারী লিখেছেন, সব ভাষাতেই ভালোবাসা নিজের মত করেই তার জায়গা খুঁজে নেয়।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামপুরে বন্যার্তদের পাশে এবারও “আমরা ক’জন ফেইসবুক বন্ধু” এর সদস্যরা

জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ফেইসবুক ভিত্তিক সংগঠন, আমরা কজন ফেইসবুক বন্ধু। সারা দেশের বন্যা পরিস্থিতির...