যুব মহিলা লীগের এক উজ্জ্বল নক্ষত্রের নাম অপু উকিল।
বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক , সাবেক এমপি ও টক-শো স্পেশালিস্ট অধ্যাপিকা অপু উকিল।
সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে নারীদের উতসাহ ও উদ্দিপনার যোগান দিয়ে মহিলাদের একটি সুন্দর সুশৃঙ্খল প্লাটফর্মের ঠিকানা দিয়েছেন তিনি।
এতে যেনো তার বিন্দু পরিমাণ ক্লান্তিবোধ টুকুও নেই।
দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি খুব সাহসিকতার ও দৃঢ়তার সাথেই।
এই জানুয়ারি মাসের ৯ তারিখ তিনি আমেরিকা সফর করে আসেন। এক যোগে আমেরিকার সকল সংগঠনের মেম্বারদের সাথে দেখা করে আসেন।
আসলে রাজনৈতিক জগতে নেতা বলেন আর মন্ত্রী বলেন কেউ তেমন পরিশ্রম করেনা বললেই চলে।পদ পেয়ে গেলে সবাই বসে বসে খালি ঝিমায় যা সত্যিই দুঃখজনক।
আর অপু উকিল এমনই এক ব্যাক্তিত্ব যিনি পদের আশা কখনোই করেন নি।
তিনি সবসময়ই চিন্তা করে গেছেন তার সহকর্মীদের কথা।
তার সহকর্মী কে কেমন আছে ,কার কোথাও অসুবিধা হচ্ছে কিনা।
আর উনার স্বামী অসিম দাস উকিলও চমৎকার একজন মানুষ । যে সবসময়ই তার সহধর্মিণীকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
এক কথায় তার কথা বলে বা কয়ে শেষ করা যাবেনা।
তবুও বলবো উনার মতো এতো সুন্দর নেত্রীত্বের অধিকারী নারী বাংলার প্রতিটি ঘরে ঘরে হয়ে উঠুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন