জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ফেইসবুক ভিত্তিক সংগঠন, আমরা কজন ফেইসবুক বন্ধু। সারা দেশের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বন্যার্তদের সাহায্য করার জন্য উদ্যোগ নেয় “আমরা ক’জন ফেইসবুক বন্ধু”। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে পরে তাদের উদ্যোগের বিষয়টি। তা দেখে উক্ত সংঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আরো তিনটি সংঠন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকম, চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদের ” বটতলী সেচ্ছায় রক্তদান গ্রুপ ” ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের “কাচামাটিয়া ফেইসবুক সোসাইটি”।
তারা গত ৩১ আগষ্ট জামালপুরের ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের ৩০০ পরিবারকে নগত টাকা সহ ত্রান বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, সেমাই, চিনি, দুধ, সেলাইন। তারা প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রান বিতরন করেন। এ সময় উপস্থিত থেকে ত্রান বিতরন করেন, “আমরা ক’জন ফেইজবুক বন্ধু”র সমন্নয়ক রাজন সরকার, দুর্নীতি বার্তার সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন, ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, ইসলামী কলামিস্ট আব্দুল বাকী, স্থানীয় যুবলীগ কর্মী মাকসুদ রেজা পাহলোয়ান (টারজান), ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শেখ, ঘেরু মেম্বার সহ আরো অনেকেই।
উক্ত ত্রান বিতরনে যারা আর্থিকভাবে সাহায্য করেছেন
মিশর প্রবাসী আব্দুল আওয়াল, কুয়েত প্রবাসী মোঃ আব্দুর রশীদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহাবউদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, সেলিম হোসাইন ইটালি প্রবাসী সেলিম হোসাইন, মোহাম্মদ হেলাল উদ্দিন , লন্ডন প্রবাসী নুরানী পীর সাহেব (সাইফুল) ও তার বোন, দক্ষিন আফ্রিকা প্রবাসী জাহিদ, দুবাই প্রবাসী আলমগীর হোসাইন, আলেক্স এপ্যারেলেস পরিবার।
সেনা কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, এমপি নাজিম উদ্দীন আহমেদ সাহেবের পুত্র তানবীর আহমেদ সজিব, পুলিশ রুহুল আমিন।
সম্পাদক ও প্রকাশক খাইরুল ইসলাম আল আমিন, ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, ইসলামী কলামিষ্ট আব্দুল বাকি, ধর্ম বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সাল হাওলাদার, গৌরীপুর প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি রাজন সরকার দুর্নীতি বার্তা ডটকম।
হাজী ট্রেডার্স এন্ড ফিসারীজ, মেসার্স আঃ হেকিম সাইকেল হার্ডওয়্যার এন্ড ইলেকট্রোনিক, কলতাপাড়া বাজার, মেসার্স রিপন টেলিকম এন্ড ইলেকট্রোনিক, বিসমিল্লাহ ইঞ্জিনিয়ার্স এন্ড ওয়ার্কসপ, রামগোপালপুর বাসষ্টেশন, গৌরীপুর, ময়মনসিংহ।
শামসুল হুদা খান মানিক গাজীপুর, এহিয়া মনির খুলনা, আল আমিন, রকি, চায়না , পাপ্পু, রাজন, আশরাফুল রব্বানি টপি, আলম চেয়ারম্যান ২নংশরিফ পুর ইউনিয়ন জামাল পুর, জাহেদ নোয়াখালী, মনি খুলনা, সাদ রিমাস ও ব্রুনিং রুবেল ও বটতলী সেচ্ছায় রক্তদান গ্রুপ চট্রগ্রাম।
আবুল কালাম, মানিক মিয়া, আব্দুর রহিম, আলামিন, মামুন মিয়া, আতাউর রহমান, মাহবুবুর রহমান মাসুদ, মতিউর রহমান মতি, সিরাজুল তালুকদার কাচামাটিয়া ফেইসবুক সোসাইটি ।
জানা যায়, ২০১৬ সালের আগষ্ট মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইজবুকের কল্যানে দেশী এবং প্রবাসী ফেইজবুক বন্ধুদের সমন্বয়ে ” আমরা ক’জন ফেইজবুক বন্ধু” নামক একটি সংঘটন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল জামালপুরের দেওয়ানগঞ্জের বন্যা কবলিত মানুষদের পাশে।
গত বছরের ন্যায় এবারও বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেছে সংঘটনটির পরিচালকগন। এবারও তারা প্রবাসী ভাইদের সাথে নিয়েই কাজটি করে। জানাযায়, জামালপুর জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার জনপ্রিয় অনলাইন পোর্টাল অপরাধ সংবাদ ডট কম সহ বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশনে সচিত্র সংবাদ প্রকাশ হয়। মিশর প্রবাসী আব্দুল আওয়াল সংবাদ গুলো দেখে তাদের পাশে দাড়াবার জন্য ফেইজবুকের কিছু বন্ধুদের নিয়ে একটি টীম গঠন করে। উক্ত টিমের নাম “আমরা ক’জন ফেইজবুক বন্ধু”। উক্ত টিমের সদস্যরা ছিলেন, মিশর প্রবাসী আব্দুল আওয়াল, ঢাকার বন্ধু এম ডি সুজন, জামালপুর থেকে মো: রাজন সরকার, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো)র যুগ্ম মহাসচিব খাইরুল ইসলাম আল আমীন, জামালপুরের ব্যবসায়ী কে, এম, আশরাফুল রব্বানি টপি সহ আরো কয়েকজন। উক্ত সংগঠনটি ২০১৬ সালের ১৬ই আগস্ট রোজ মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, চিড়া, গুড়, সয়াবিন তেল, খাবার সেলাইন।
সংগঠনটির জন্যে শুভ কামনা রইল ।
উত্তরমুছুন