নাহ---
আর পারছিনা--
আর কতো--
এই কানেযে সইছে না--
এই চোখে আর দেখতে চাইছেনা--
আর একটা শিশুকেও যেনো
এই বরবর্তারর নির্যাতন সহ্য করতে নাহয়!
সহ্যশক্তি হারিয়ে ফেলছি -
এতো দেখন আপনারা,
আপনাদের এতো চেতনা দেখি!
সবই কি ওই ফেইক নিয়মের কর্ম!
কই রাজ পথেতো নামেননা!
প্রতিজ্ঞাও দেখিনা!
আর ঘরে ফিরবোনা--
দাবি আদায়ের আগে আর কিছু শুনবোনা!
আমার সন্তানের চিৎকার কেনো এসমাজের কানে পৌছেনা।
কোনো দুমড়ে পড়া বিবেক চিৎকারে জাগেনা!
লাইক কমেন্টে নয়!
রাজ পথে দেখতে চাই -
ওই অবুঝ শিশুর চিৎকার যেনো সামিল হয়
আমাদের স্লোগানের সাথে!
ফাসি দাও, জনসম্মুখে শীরচ্ছেদ করো,
যেনো আমার পূজার চিৎকারেও ওর চিৎকারকে চিরস্কার করে!
দেখতে চাই চেতনা রাজ পথে -
দাবি আদায়ের,
নারীর ইজ্জতের মূল্যয়নে,
আমার শিশুর নিশ্চত পথচলার,
নিশ্চিত জীবনের!!
দেখবো অপেক্ষায়, দেখা হবেতো রাজ পথে--?
-------তমা
শিশুকে নিশ্চিন্তে পথ চলার ও মেধা বিকাশের সুযোগ দিন ।
উত্তরমুছুন